Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সানি লিওন হতে চাচ্ছেন কৌশানি!

সানি লিওন হতে চাচ্ছেন কৌশানি!
সানি লিওন হতে চাচ্ছেন কৌশানি? এমনই মন্তব্য নেটিজেনের। কলকাতার গঙ্গার ধারে দাঁড়িয়ে শেষ বিকেলের আলোয় বেশকিছু মুহূর্ত ধারণ করেলেন কৌশানি। ক্যাপশন জুড়ে দিলেন  স্বর্ণময় সময় ও আর আমি। এই ছবিতেএই আক্রমণ করে বসেছেন নেটিজেনরা। একের পর এক অশালীন মন্তব্যে কৌশানির মন্তব্য বাক্স ভরে গেছে। এমন অনেকেই বলছেন কৌশানি সানি লিওন হতে চাচ্ছেন। অবশ্য কোনো মন্তব্যের উত্তরই দেননি কলকাতার জনপ্রিয় এই নায়িকা।

সাহসী ছবি পোস্ট, অ্যাকশন সিনেমার প্রস্তাব পেলেন অধরাসাহসী ছবি পোস্ট, অ্যাকশন সিনেমার প্রস্তাব পেলেন অধরা একজন লিখেছেন,  আমি তো প্রথমেই মনে করছিলাম কোনো বিদেশি নায়কা নাকি পরে দেখলাম পুরাটাই উল্টা, আমি তো অবাক।

টালিউডে অন্যতম জনপ্রিয় জুটি হচ্ছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি জুটি। তাদের দুজনের রসায়ন বেশ পরিচিত। একটু উনিশ-বিশ হলেও এখনো সম্পর্কটা টিকে আছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। তার নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। শুটিং সেটেই দুজনের বন্ধুত্ব। এর পর সম্পর্কটা মোড় নেয় ‘বিশেষ বন্ধু’তে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স