Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার

হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার ফাইল ছবি



 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পৃথক তিনটি জেলার তিন পুলিশ কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ-সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসনের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে বলা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক এবং চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স