Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গায়ের রং দেখে পাকিস্তানের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে : রমিজ রাজা 

গায়ের রং দেখে পাকিস্তানের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে : রমিজ রাজা 
সর্বশেষ কোচ নির্বাচনের সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, গায়ের রং দেখে দলের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে। পাকিস্তান দলের সাবেক অধিনায়ক রাজার মতে, স্থানীয় কোচদের প্রাপ্য সম্মান না দিয়ে গায়ের রং দেখে বিদেশিদের দলের কোচিংয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি দুই বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পরিচালক হিসেবে পাকিস্তানের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থার। একইসঙ্গে ডার্বিশায়ার ও পাকিস্তানের সঙ্গে কাজ করবেন আর্থার। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক ও বোলিং বিভাগে প্রোটিয়া পেসার মরনে মরকেলকে কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। 

কোচিং প্যানেলে বিদেশিদের নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বরে পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের তারকারা খেলোয়াড়দের কোচিং করাতে পারেন না। একজন বিদেশি কোচ স্বজনপ্রীতি ও পছন্দের খেলোয়াড় দলে নেবেন না। কিন্তু আমাদের স্থানীয় কোচরা সেটি করবেন, কারণ এটি আমাদের সংস্কৃতিতেই আছে।

শেঠির ওই কথার প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন রমিজ রাজা। পাকিস্তানের নিউজ পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে তিনি বলেন, পাকিস্তানি কোচদের ব্যবহার না করাটা অন্যায়। আপনি যদি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে না পারেন, অন্তত তাদের সম্মান দেন। আপনি এটা বলতে পারেন না, তারা কাজ পারেন না এবং রাজনীতি করেন।

বর্তমান প্রধান কোচ ব্র্যাডবার্নের সমালোচনা করে রাজা বলেন, পিসিবি একজন প্রধান কোচ নির্বাচন করেছে, যার কিনা ক্রিকেট সার্কিটে কোনো অভিজ্ঞতা নেই।

তিনি বলেন, আমাদের পুরো দল তাকে দিয়েছে পিসিবি। কারণ তার গায়ের রং আমাদের থেকে আলাদা। তারা বিশ্বাস করেন, তিনি কোনো রাজনীতি করবেন না। একজন নিম্নস্তরের মানসিকতার মানুষ এমনটি ভাবতে পারেন। সিস্টেম এবং কোচদের সম্মান করুন। কোচের গায়ের রং যদি আপনার মতো হয়, তাহলে ধরে নেবে রাজনীতি করবেন।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স