Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


জাপার অস্তিত্ব রক্ষার্থে নির্বাচনে অংশ নিয়েছি : জি এম কাদের

জাপার অস্তিত্ব রক্ষার্থে নির্বাচনে অংশ নিয়েছি : জি এম কাদের ছবি সংগৃহীত



 
জাতীয় পার্টির (জাপা) অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত রংপুর-৩ (সদর) আসনের নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা এবারের নির্বাচনে অংশ নিয়েছি। ১৭ নভেম্বর তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ঝিমিয়ে পড়েছে। আমরা দেখলাম, কেউ আসুক আর না আসুক নির্বাচন ঠেকানোর কোনো উপায় থাকবে না।

তিনি বলেন, ‘মূলত সংসদে থেকে দেশ ও জাতির জন্য কথা বলা এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এটা না করলে দলের ঐক্য ধরে রাখা যাবে না। তবে আমরা সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করব। যদি কোনো অন্যথা হয়, তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

পার্টির সাংগঠনিক অবস্থা তুলে ধরে জি এম কাদের বলেন, দলের ভেতর সব সময় একটা অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছে। যদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবে। দলের অস্তিত্ব বিলীন হতে পারে। এ রকম একটা ঝুঁকি সব সময় ছিল। এ জন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছি।

জি এম কাদের আরও বলেন, আমরা সংসদে থেকে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলেছি এবং কীভাবে তা উত্তরণ করা যায়, তাও বলেছি। জনগণ আমাদের রাজনীতি গ্রহণ করেছে। আমাদের নানা কারণে রাজনৈতিক সংকট ছিল। আমাদের মাঝে নানাভাবে বিভাজন তৈরি করা হয়েছে। কোথায় গেলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে, কোথায় গেলে আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারব, তা ভেবেছি।

জাতীয় পার্টি মহাজোটে নেই জানিয়ে জি এম কাদের বলেন, আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। এটার অর্থ এই নয় যে, আমরা মহাজোটে গিয়েছি, আসন ভাগাভাগি করেছি। কারণ আমরা আমাদের কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। আমরা শুধু নির্বাচনের পরিবেশটা চেয়েছি। নিরপেক্ষতা চেয়েছি। এটা কোনো সমঝোতা নয়। এটা একটা কেবল পরিবেশ সৃষ্টির উদ্যোগ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলার আহ্বায়ক, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা মো. মাশরুর মওলা, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলা উদ্দিন মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাফিউল ইসলাম শাফি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মো. লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মো. জাহেদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টির সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টি সদর উপজেলা কমিটির সদস্যসচিব মো. মাসুদার রহমান মিলন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

কর্মীসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীতে নির্বাচনী প্রচার মিছিল করেছেন রংপুর-৩ সদর আসনের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এর আগে সকালে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবা ও মাওলানা কেরামত আলী (রহ.) মাজার জিয়ারত করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স