Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ফাউল করলে খবর আছে : ওবায়দুল কাদের

ফাউল করলে খবর আছে : ওবায়দুল কাদের ছবি সংগৃহীত



 
নিজ দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ ফাউল করলে তার খবর আছে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে, দল তদবির করবে না।’

নির্বাচনে বাধা দিতে এলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ৭ তারিখে ভোট দিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

এর আগে বিকেলে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)-এ নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স