Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জেলে বসেই নির্বাচন করবেন ইমরান খান

জেলে বসেই নির্বাচন করবেন ইমরান খান ছবি সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আসন্ন সাধারণ নির্বাচনে তিনটি আসন থেকে অংশ নেবেন। তিনি লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ–এই তিন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বুধবার (২০ ডিসেম্বর) জানান পিটিআই চেয়ারম্যান গহর খান।

পাকিস্তানের দ্য ডনের খবরে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের গহর খান এ তথ্য দেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।’ 

পাকিস্তানে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত ইমরান খানকে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা একটি মামলায় দোষী সাব্যস্ত করে, যেটিতে রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার অভিযোগ ছিল। তাকে তিন বছরের কারাদণ্ড দেয়।

এই রায়ে ইমরান খানকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হয়। অবশ্য একই মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সাবেক এই প্রধানমন্ত্রীর তিন বছরের সাজা স্থগিত করেন। তবে তিনি এখনো অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা উপহার মামলায় দোষী সাব্যস্ত হওয়া স্থগিত চেয়ে ইমরান খান আবেদন করেন।

নির্বাচন সামনে রেখে ইমরান খান দলীয় নেতাদের তাদের মনোনয়নপত্র দাখিল করতে বলেছেন।

গহর খান বলেন, দলীয় টিকিট বরাদ্দের সিদ্ধান্ত এখনো সাবেক প্রধানমন্ত্রীই নেবেন। তিনি নিজে খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলেও জানান পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর।

নবনির্বাচিত পিটিআই চেয়ারম্যান বলেন, দল চায় যেকোনো মূল্যে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হোক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, তার দল বারবার সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারের সুযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।’

তবে দলীয় প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র ‘ছিনিয়ে নেওয়া’ হচ্ছে বলে অভিযোগ করেন গহর।

এদিকে ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর বুধবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে এই আইনজীবী বলেন, ইমরান খান দেশবাসীকে জানাতে বলেছেন, আগামী নির্বাচনে তিনি তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আলী জাফর আরও জানান, ইমরান খান পিটিআই কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দলের কঠিন সময়ে যেসব নেতাকর্মী মাঠে থাকার কারণে কারাবরণ করেছেন, নির্বাচনের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই হাইকমান্ড।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স