Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

গীত ও গজল নাইটে তিন গুণী শিল্পীর অনবদ্য পরিবেশনা

গীত ও গজল নাইটে তিন গুণী শিল্পীর অনবদ্য পরিবেশনা
নিউইয়র্কের কুইন্স প্যালেস-এ অনুষ্ঠিত হলো গীত ও গজল নাইট। শোটাইম মিউজিক আয়োজিত এই সংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দেন বাংলাদেশের জনপ্রিয় তিন গুণী কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, বাদশা বুলবুল ও গীত ও গজল নাইটে তিন গুণী শিল্পীর অনবদ্য পরিবেশনা আলী মাহমুদ।  
১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্কে সঙ্গীতপিপাসূ প্রবাসী বাংলাদেশিরা গীত ও গজল নাইট উপভোগ করতে হাজির হয়েছিলেন উডসাইডের কুইন্স প্যালেসে। তাদের সূরের মূর্ছনায় মন মাতিয়ে দেন জনপ্রিয় শিল্পীরা। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি গীত ও গজল নাইটে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ত জীবনকে একটু বিনোদিত করতেই এই আয়োজন। 
জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন আলী মাহমুদ। তিনি বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গান পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রিজিয়া পারভীন। তিনি তার গানে মুগ্ধতা ছড়ান। তিনি যে বড়মাপের শিল্পী তা বার বার প্রমাণ করেন তার অনিন্দ্য সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে। রিজিয়া পারভীনই মঞ্চে ডেকে নেন বাংলাদেশের জনপ্রিয শিল্পী বাদশা বুলবুলকে। তারা যুগল কণ্ঠে অনেকগুলো গান পরিবেশন করেন। বাদশা বুলবুলও এককভাবে অনেকগুলো আধুনিক ও গজল পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। 
অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চে ওঠেন অনুষ্ঠানের স্পন্সররা। তাদের পরিচয় করিয়ে দেন আলমগীর খান আলম। 
 

কমেন্ট বক্স