Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর

স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর ছবি সংগৃহীত
স্ত্রী জোবায়দা রব্বানী মিতার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের রোমান্টিকতার নানা ঘটনা জানা অনেকেরই। ১০ বছর প্রেম করার পর ১৯৯৩ সালে মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর।

কদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন তারা। সেদিন প্রিয় স্ত্রীকে নিয়ে এই অভিনেতা ফেসবুকে লিখেছিলেন দু-চার কথাও। কৃতজ্ঞতা জানিয়ে মিশা জানিয়েছেন, তাদের অতীতের কিছু কথা। আর এবার স্ত্রীর কাছে চাইলেন ক্ষমা। কেননা কলকাতায় শুটিং করতে গিয়ে বিশেষ দিনটির কথা ভুলে গিয়েছিলেন মিশা।

জানা গেছে, গতকাল (১৭ ডিসেম্বর) ছিল মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিন। বিশেষ এদিনটা একা একাই পার করেছেন স্ত্রী। শুধু তা-ই নয়, শুটিংয়ের চাপে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলে গেলেন তিনি। আর সে কারণে স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। ফেসবুকে দিয়েছেন পোস্ট।

মিশা লিখেছেন, ‘কলটাইম সাতটায়। ঠিক সাতটায়ই হোটেলে গাড়ি এসে উপস্থিত। ছয়টায় খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিয়ো অনিচ্ছায় ভুলের এক দিন দেরির জন্য। মিতা, শুভ জন্মদিন।’

মিশা সওদাগর বলেন,‘আমি বর্তমানে কলকাতায় আছি। কবি ছবির শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা (হাসিবুর রেজা কল্লোল) আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স