আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও চূড়ান্ত সমঝোতায় যেতে না পেরে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে দলটি।
জানা গেছে, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু শনিবার (১৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোনে বলেছেন, রোববার সকালের মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে। অন্যথায় জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে নির্বাচন কমিশন বরাবর যে চিঠি পাঠানোর প্রয়োজন, সেটা টাইপ করে রেখেছে।
এর আগে শনিবার রাতে জাপার কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাসায় দলটির গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেন। পরিচয় গোপন রাখার শর্তে বৈঠকে উপস্থিত থাকা এক নেতা বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, তা ৩০ এর কম। এই তালিকায় আমাদের দলের ৫ কো-চেয়ারম্যানের মধ্যে কেবল আনিসুল ইসলাম মাহমুদের নাম আছে।
তিনি বলেন, এই তালিকা মহাসচিব উপস্থাপন করলে বৈঠকে থাকা নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মত প্রকাশ করেন। নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী জাপার মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন কমপক্ষে ৫০ আসন থেকে নৌকা প্রত্যাহার করা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের ওই আসন থেকে প্রত্যাহার করে নেওয়ার শর্ত দেন। না হলে জাপা নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


