Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড় ছবি সংগৃহীত



 
পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। এর ফলে করোনায় ভয়ংকর ঝড় উঠেছে। এ ঝড় তেড়ে আসছে পৃথিবীর দিকে। যার ফলে একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীকে আঘাত করতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, একাধিক সৌরঝড়ের ফলে মোবাইল নেটওয়ার্ক ও রেডিও বেতারের সিগন্যালে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৬ বা ১৭ ডিসেম্বর এ ঝড় আঘাত হানতে পারে। এমনকি ১৮ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে এর প্রভাব।

বিজ্ঞানীরা বলছেন, সানস্পট AR3514 থেকে ধেয়ে আসছে সৌরকণারা। G3 ক্লাসের সৌরঝলক বা সোলার ফ্লেয়ার ঢুকে পড়বে পৃথিবীর বায়ুমণ্ডলে। সংঘাত হবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে। ভূ-চৌম্বকীয় ঝড় যেমন সুন্দর অরোরা তৈরি করে, তেমনি এর গুরুতর পরিণতি হতে পারে, যার মধ্যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এর মতো ন্যাভিগেশন সিস্টেমের ব্যাঘাত,পাওয়ার গ্রিড এবং পাইপলাইনের ক্ষতি অন্তর্ভুক্ত।

ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স