সাহাবুদ্দীন আহমদ : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। ১৯৯০-এর গণআন্দোলনে তৎকালীন স্বৈরাচারি সকার পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।
Sahabuddin Ahmad: Former President and Chief Justice of Bangladesh. He was widely praised at home and abroad for conducting fair, free and impartial elections as interim president after the fall of the then dictatorial government in the 1990 mass movement.