চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর একাই অভিনয়শিল্পী স্বাগতা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। হবু বরের নাম হাসান আজাদ। তিনি লন্ডনপ্রবাসী। নতুন বছরে স্বাগতা ও হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
হাসান আজাদের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। তিনি গানও করেন। ঢাকার একটি ক্লাবে গিয়ে হাসানের সঙ্গে পরিচয়। সেখান থেকে প্রণয় ও পরিণয়ের সিদ্ধান্ত।
স্বাগতা বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে ঢাকার একটি ক্লাবে হ্যাংআউট করতে যাই। ওখানেই হাসানের সঙ্গে পরিচয়। নভেম্বরে আবার দেখা। দেখা হলে বুঝতে পারি, সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। ও-ই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। এরপর আমি নিজেও ভাবছিলাম, বিয়ে করব, পাত্রও খুঁজছিলাম। পরে জানতে পারি, হাসানও পাত্রী খুঁজছে। লন্ডন থেকে বাংলাদেশে এসেছে অনেক বছর পর।’
অভিনেত্রী বলেন, সিদ্ধান্ত নিয়েছি আমি সংসার করতে চাই। আমাদের দুজনের চিন্তায় অনেক মিল আছে। সে একজন শিল্পী, এটা যেমন ভালো লেগেছে, তেমনি তার পড়াশোনা জানা- এটাও ভালো লেগেছে। আমি কাজ করতে অনেক ভালোবাসি, এটাতে সমর্থন আছে জানতে পারাটা ছিল অনেক ভালো লাগার।’
স্বাগতা জানান, হাসান আজাদের মা মাস চারেক আগে মারা গেছেন। বাবা আরও আগে মারা যান। পরিবারের মধ্যে এখন শুধু একমাত্র বোন বেঁচে আছেন।
ঠিকানা/এনআই