Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

সিনেমা প্রযোজনায় রাজ হামিদ : মূল চরিত্রে রুনা খান

সিনেমা প্রযোজনায় রাজ হামিদ : মূল চরিত্রে রুনা খান





 
বাংলাদেশের সিনেমাকে যুক্তরাষ্ট্রে যিনি অনেকটা ব্যবসা সফল করেছেন, সেই বায়োস্কাপ  ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এবার সিনেমা প্রযোজনা শুরু করেছেন। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘দাফন’। এই সিনেমায় কুলসুম চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ২০২২ সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমার শুটিং; এরপর ঢাকায়। আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা হবে। এরপর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘দাফন’।
নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘দাফন নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এতে। সব বাধা-প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম যখন গল্পটি শুনেছিলাম, তখনই মনে হয়েছিল এ ঘটনা নিয়ে সিনেমা বানাব, দর্শকদের সামনে তুলে ধরব ঘটনাটি।’
অভিনেত্রী রুনা খান বলেন, পরিচালক যখন আমার সঙ্গে গল্পটি শেয়ার করেন, তখন গল্প ও চরিত্র, দুটোই ভীষণ পছন্দ হয়। আমি তো চরিত্রটির জন্য মুখিয়ে ছিলাম। সবাই খুব ভালো কাজ করেছেন। পরিচালক তার পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ আয়োজন নিয়ে কাজটি করেছেন।’
দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে।
সম্প্রতি ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেছেন রুনা খান। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়! তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিলো, ফুটল ফুলের মতো। হলদে অলকানন্দা যেমন!’ ছবিগুলোতে দেখা গেছে, হাতভর্তি কাঁচের চুড়ি ও হলুদ সালোয়ার-কামিজ পরা রুনা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ এবং প্রযোজনা করেছে বায়োস্কোপ ফিল্মস।
সিনেমা প্রযোজনা প্রসঙ্গে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথমে ছবিটির গল্প আমাকে ভীষণ টানে বলেই এটি করতে রাজি হই। পরিচালকও খুব যত্ন দিয়ে বানিয়েছেন। সারাবিশ্বে বাঙালিদের ভেতরে এ ধরনের গল্প নির্ভর চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। আশা করি সে অর্থে ছবিটি দারুণ এক জায়গা করে নেবে। আর অভিনেত্রী হিসেবে রুনা খান তো অনবদ্য।(শেষের পাতার পর)
ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এবার সিনেমা প্রযোজনা শুরু করেছেন। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘দাফন’। এই সিনেমায় কুলসুম চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ২০২২ সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমার শুটিং; এরপর ঢাকায়। আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা হবে। এরপর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘দাফন’।
নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘দাফন নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এতে। সব বাধা-প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম যখন গল্পটি শুনেছিলাম, তখনই মনে হয়েছিল এ ঘটনা নিয়ে সিনেমা বানাব, দর্শকদের সামনে তুলে ধরব ঘটনাটি।’
অভিনেত্রী রুনা খান বলেন, পরিচালক যখন আমার সঙ্গে গল্পটি শেয়ার করেন, তখন গল্প ও চরিত্র, দুটোই ভীষণ পছন্দ হয়। আমি তো চরিত্রটির জন্য মুখিয়ে ছিলাম। সবাই খুব ভালো কাজ করেছেন। পরিচালক তার পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ আয়োজন নিয়ে কাজটি করেছেন।’
দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে।
সম্প্রতি ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেছেন রুনা খান। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়! তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিলো, ফুটল ফুলের মতো। হলদে অলকানন্দা যেমন!’ ছবিগুলোতে দেখা গেছে, হাতভর্তি কাঁচের চুড়ি ও হলুদ সালোয়ার-কামিজ পরা রুনা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ এবং প্রযোজনা করেছে বায়োস্কোপ ফিল্মস।
সিনেমা প্রযোজনা প্রসঙ্গে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথমে ছবিটির গল্প আমাকে ভীষণ টানে বলেই এটি করতে রাজি হই। পরিচালকও খুব যত্ন দিয়ে বানিয়েছেন। সারাবিশ্বে বাঙালিদের ভেতরে এ ধরনের গল্প নির্ভর চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। আশা করি সে অর্থে ছবিটি দারুণ এক জায়গা করে নেবে। আর অভিনেত্রী হিসেবে রুনা খান তো অনবদ্য।

কমেন্ট বক্স