Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
নিউইয়র্কে রাজনৈতিক মঞ্চে সাকিব 

‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয়তো আর নয়’

‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয়তো আর নয়’ নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাকিব আল হাসানসহ অন্যান্যরা।
 আঙুলের চোটের কারণে আপাতত খেলার বাইরে। নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু করবেন ১৮ ডিসেম্বর সোমবার থেকে। তার আগের এই ফাঁকা সময়টা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন নিজের পরিবারের সঙ্গে।
সেখানেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন তার আঙুলের চোটের সর্বশেষ অবস্থা এবং খেলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সাকিবের কথায় পরিষ্কার তার সেই পরিকল্পনায় গুরুত্ব হারিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ক্যারিয়ারের বাকি সময়টা জাতীয় দলের হয়েই বেশি প্রতিনিধিত্ব করতে চান তিনি।
কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর এবার আইপিএলের নিলামেও নাম ছিল না সাকিবের। অনুষ্ঠানে সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব বলেছেন তার কাছে এখন দেশের হয়ে খেলাটাই মুখ্য, ‘আইপিএলে নাম দিইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’
সাকিবের কথায় মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে আসার বার্তাও, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’
আঙুলের চোটের কারণে বিশ্বকাপ অসমাপ্ত রেখেই ভারত থেকে দেশে ফিরে এসেছিলেন সাকিব। খেলতে পারেননি সদ্যসমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও। তবে তাঁর আশা ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবেন। কিন্তু সাকিব জানিয়েছেন, তাঁর চোট সারতে সময় লাগবে আরও, ‘আশা ছিল যে নিউজিল্যান্ডে অন্তত টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে (আঙুলের চোট)। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’
তার ওপর মাগুরা-১ আসন থেকে তিনি অংশ নিচ্ছেন ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে। সব মিলিয়ে বিপিএলের আগে মাঠে ফেরার সম্ভাবনা কমই দেখছেন সাকিব, ‘যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে, ছয় সপ্তাহের মতো লাগবে। তারপর পুনর্বাসন এবং ফিটনেস ফিরে পেতে হবে। বিপিএলের আগে আমি আসলে খুব একটা সুযোগ দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে। স্বাভাবিকভাবে বিপিএল থেকেই আমার খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি।’
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুর রহমান। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন।
অনুষ্ঠানের শুরুতেই নতুন প্রজন্মের ইন্তাছা নওসিন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্পোর্টস কাউন্সিলের এবং প্রবাসী মাগুরাবাসী ও গণদাবী পরিষদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, মুজাহিদুল ইসলাম, এম এ করিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর হুসেন, মনসুর খান, হিন্দাল কাদির বাপ্পা, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আলী হুসেন গজনবী, আতাউল গণি আসাদ, শেখ আতিকুল ইসলাম, সৈয়দ আতিক, হুমায়ুন চৌধুরী, সুহাগ উদ্দিন সুহাগ, আজিজুল হক খোকন, জুয়েল আহমদ শেখ জামাল আহমদ, শাহ সেলিম, আমিনুল ইসলাম, রেজাউল করিম অপু, নাফিজ তুরান, গোলাম কিবরিয়া, জেড এ জয় প্রমুখ। 

কমেন্ট বক্স