Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জেমস আসছেন নিউইয়র্কে 

জেমস আসছেন নিউইয়র্কে 
 বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস যুক্তরাষ্ট্রে আসছেন। এখানে বৈশাখী একটি মেলায় তিনি কনসার্টে অংশ নেবেন। বাংলাদেশ থেকে আরো আসবেন বিন্দু ও কনা। প্রবাসী শিল্পী সায়রা রেজা সেখানে সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে আরো থাকতে পারেন ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।
নর্থ মিয়ামি বিচের আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। সেখানে ১৯তম বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ৩ ও ৪ জুন এই অনুষ্ঠান হবে।
যতটুকু জানা গেছে, মে মাসের শেষ সপ্তাহে জেমস যুক্তরাষ্ট্রে আসবেন। তিনি ৩ জুন কনসার্টে অংশ নেবেন। পাশাপাশি তিনি আরো একাধিক স্টেটে শো করবেন।
জেমস যুক্তরাষ্ট্রে আসবেন-এটা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। ফলে জেমস-ভক্তরা এটা জানার পর অনেকেই তার শোয়ের আয়োজন করতে যাচ্ছেন।
জেমসের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, জেমস একগুচ্ছ প্রোগ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন। অনেক অনুষ্ঠানে অংশ নেওয়ার অফার রয়েছে। তার প্রোগ্রামের সংখ্যা আরো বাড়বে। তিনি আমেরিকায় আসার পর আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা যোগাযোগ করতে পারেন। পছন্দীয় প্রস্তাব পেলে তারা বিবেচনা করবেন এবং সময়-সুযোগ থাকলে তিনি আরো প্রোগ্রাম করতে পারেন।
জেমস এককভাবে এখানে আসছেন এমন নয়, সঙ্গে তার পুরো টিমও আসছে। তারা এক মাস থাকবেন।
এদিকে গত রোজার ঈদের চাঁদরাতে ‘সবই ভুল’ নামে জেমসের একটি অ্যালবাম প্রকাশিত হয়। ওই গানের রচয়িতা বিশু শিকদার ও জেমস। গানটির সুরারোপ করেছেন জেমস। গানটি মুক্তি দেওয়া হয় ইউটিউব চ্যানেলে। গানটি ইতিমধ্যে জনপ্রিয়তাও অর্জন করেছে। জেমস-ভক্তরা আমেরিকার মঞ্চে তাকে দেখা ও তার গান শোনার অপেক্ষায় রয়েছেন।

 

কমেন্ট বক্স