Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

এবার বলিউডের সিনেমায় সোহিনী সরকার

এবার বলিউডের সিনেমায় সোহিনী সরকার



 
টলিউডে ‘আরশিনগর’, ‘জেষ্ঠ্যপুত্র’, ‘সাঁঝবাতি’-র মতো একাধিক ছবির ক্যামেরা সামলেছেন শীর্ষ। বলিউডে সুজয় ঘোষের ‘আলাদিন’, ‘হোম ডেলিভারি’ ছাড়াও ‘হেলিকপ্টার ইলা’ এবং সাম্প্রতিক জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘রকেট্রি: দ্য নম্বি এফেক্ট’-এর মতো ছবিতেও তার ক্যামেরা দর্শককে মুগ্ধ করেছে। 

এবার তিনি নিজেই পরিচালক হিসেবে হাজির হচ্ছেন। আর অভিষেকেই বেছে নিয়েছেন হিন্দি সিনেমাকে। বলিউডে সিনেমা নির্মাণ করবেন কলকাতার সিনেমার জনপ্রিয় চিত্রগ্রাহক শীর্ষ রায়।

ক্যারিয়ারের প্রথম পরিচালিত ছবিতে বলিউড থেকে থাকছেন কেকে মেনন এবং বিজেন্দ্র কালা। তবে টলিউড থেকে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সোহিনী সরকার। তার সঙ্গে আরও দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এই মুহূর্তে মুম্বাইয়ে বিবিসির একটি সিরিজের শুটিং করছেন শীর্ষ। একফাঁকে আনন্দবাজার অনলাইনকে জানান তার সিনেমা নির্মাণের কথা। শীর্ষ বলেন, ‘বাংলা ছবি পরিচালনার ইচ্ছেও রয়েছে। কিন্তু এই ছবিটার কাজ আগে এগুলো। তাই এটা দিয়েই শুরু করছি।’ 

তবে এই ছবির গল্প নিয়ে এখনই খুব বেশ খোলসা করতে চাইলেন না শীর্ষ। ছবির নামও জানাননি তিনি। শুধু বললেন, ‘সুপারন্যাচারাল ঘরানার ছবি। ভূতের ছবি হলেও তার মধ্যে অনেক চমক থাকবে।’

ছবিটি প্রযোজনা করছেন সুছন্দা চট্টোপাধ্যায়। এর আগে অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ ছবিটির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি।


ঠিকানা/এম

কমেন্ট বক্স