Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন হতে পারে

২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন হতে পারে ছবি সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ দিনের জন্য সেনা মোতায়েন হতে পারে। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ‘২৯ ডিসেম্বর মাঠে নামতে পারে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।’

আজ সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বৈঠক হয়।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘১৩ দিনের জন্য, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের আলোচনা হয়েছে।’

ইসি সেনাবাহিনীর কাছে কী পরিমাণ সদস্য চেয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। এবার যদি বেশি প্রয়োজন হয়, সেভাবেই মোতায়েন করা হবে। অবশ্যই সব সময় প্রস্তুতি আছে।’

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘তারা (নির্বাচন কমিশন) চাচ্ছে সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন (সুপারিশ) করবে। রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত দেন, তবে অবশ্যই সেনা মোতায়েন হবে। তারা যেভাবে সহায়তা চাইবে, সেভাবেই আমরা সহায়তা করব।’

তিনি আরও বলেন, ‘তারা (ইসি) চাচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু, ফ্রি-ফেয়ার নির্বাচন হোক। এ বিষয়ে আমার সামান্য সন্দেহ নেই। তারা অত্যন্ত সিরিয়াস। আমরা সশস্ত্র বাহিনী যদি ডেপ্লয় (মোতায়েন) হই, আমরা অবশ্যই সহায়তা করব। এটিই ছিল প্রারম্ভিক আলোচনা। রাষ্ট্রপতি অনুমতি দিলে আমরা অতীতের মতোই আবার ডেপ্লয় হব। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হব।’

নির্বাচনের ডিউটিতে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্টে্রসি ক্ষমতা থাকবে কি না এ প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘এসব বিষয় নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম ছাড়াও চার নির্বাচন কমিশনারও ইসি সচিব উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স