Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


এবার লেবাননের তিন শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

এবার লেবাননের তিন শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা লেবাননের সীমান্ত গ্রাম ইয়ারুনের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলা থেকে কালো ধোঁয়া উঠছে



 
দক্ষিণ লেবাননের তিন গ্রামের ওপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বহর। গতকাল সকাল থেকে এই হামলা চালানো হয়। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়ারুন, রমিশ ও আতিয়া আল-শাবে এ হামলা চালানো হয়েছে। রোববার সকালে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এর আগে শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ১০টি স্থাপনায় হামলা চালায়।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সেনাঘাঁটি গ্যালিলিতে ড্রোন হামলা চালায় লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। তাতে ৬ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানায় ইসরায়েল। ওই হামলার জবাব দিতেই লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা জানিয়েছে, এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইয়েমেনের তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে, এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স