Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

অভাবের তাড়নায় সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

অভাবের তাড়নায় সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা ছবি সংগৃহীত
সন্তানকে হত্যা করেছেন পাষণ্ড বাবা-মা। এরপর নিজেরাও করেছেন আত্মহত্যা। নির্মম এমন এক ঘটনার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, বাবা-মাসহ ওই কিশোরীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। ভারতের কর্নাটকের কোডাগু এলাকায় একটি রিসোর্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দম্পতি ও তাদের সন্তানের হত্যার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রিসোর্টে মরদেহের পাশ থেকে একটি আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। ওই নোটে বলা হয়েছে, তারা অর্থনৈতিকভাবে সংকটের মধ্য দিয়ে দিন পার করছিলেন।

উদ্ধার করা ওই তিনজন হলেন বিনোদ, তার স্ত্রী জুবি আবরাহাম ও তাদের ১১ বছর বয়সী কন্যা জোহান। তাদের সবাইকে রিসোর্টের একটি প্রাইভেট রুমে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করা ওই দম্পতি কেরালার কোতায়ামের বাসিন্দা। তারা শনিবার রিসোর্টটিতে এসেছিলেন। বন ও পাহাড়ি পরিবেশের জন্য রিসোর্টটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই দম্পতি সন্তানকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা সেখানে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে পুলিশ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স