Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফি (ইয়ুথ ও জুনিয়র)

দুই বিভাগেই তৃতীয় মালদ্বীপ

দুই বিভাগেই তৃতীয় মালদ্বীপ
বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির (ইয়ুথ ও জুনিয়র) দুই বিভাগেই তৃতীয় হয়েছে মালদ্বীপের মেয়েরা। ১৬ মে (মঙ্গলবার) রাজধানী ঢাকার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় নেপালের মেয়েরা। চার জাতির আন্তর্জাতিক এই হ্যান্ডবল আসরে চতুর্থ হয়ে এবারের মতো টুর্নামেন্ট শেষ করল নেপাল। 

প্রথম খেলায় নেপাল অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দলকে ৪১-১০ গোলের ব্যবধানে পরাজিত করে মালদ্বীপ অনূর্ধ্ব-১৭ ইয়ুথ দল। খেলার প্রথমার্ধে ১৯-০৩ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মালদ্বীপ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন মালদ্বীপের মেয়েরা। নেপালের মেয়েদের জালে একের পর এক গোল পুরতে থাকে দ্বীপরাষ্ট্রটি।

দিনের অপর ম্যাচেও আধিপত্য ধরে রাখে মালদ্বীপ। নেপালের অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওমেন্স দলকে ২২-০৫ গোলের ব্যবধানে হারায় মালদ্বীপের অনূর্ধ্ব-১৯ জুনিয়র দল। দুদলের গোল ব্যবধান ছিল ১১-০১।

এদিকে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির ফাইনাল খেলায় আজ ১৭ মে (বুধবার) স্থানীয় সময় দুপুর ১টায় বাংলাদেশ-ভারত (অনূর্ধ্ব-১৭ দল) এবং দুপুর ৩টায় বাংলাদেশ-ভারত (অনূর্ধ্ব-১৯ দল) মুখোমুখি হবে। দুটি ম্যাচই নিচের ফেসবুক পেজে সরাসরি দেখানো হবে।

https://www.facebook.com/people/Bangabandhu-IHF-Trophy-DHAKA/100092030907851/

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স