Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

তৃণমূলের মহুয়া মৈত্রকে ভারতের লোকসভা থেকে বহিষ্কার

তৃণমূলের মহুয়া মৈত্রকে ভারতের লোকসভা থেকে বহিষ্কার ছবি সংগৃহীত
তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছে। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন—বিজেপির এ অভিযোগ তদন্ত করে ‘এথিকস কমিটি’ মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর শুক্রবার বহিষ্কার করা হলো তাকে।

শুক্রবার লোকসভায় ব্যাপক আলোচনা ও কণ্ঠভোটের পর স্পিকার ওম বিরলা বলেন, ‘মহুয়া মৈত্র অসৎ ও অনৈতিক কাজ করেছেন বলে (এথিকস) কমিটি যে সুপারিশ করেছে, তা গ্রহণ করছে সংসদ। অতএব একজন সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‌বিজেপি রাজনৈতিক দেউলিয়াপনা আচরণ করছে। সমস্ত আইন ভেঙে গায়ের জোরে খারিজ করল সাংসদ পদ। প্রতিবাদী কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে। সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি ভেঙে এই কাজ হয়েছে। অভিযোগের হলফনামা যাচাই করা হলো না। এতে বিজেপি কী পেল? বিজেপি লোকসভায় হারবে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স