Thikana News
২৮ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ঝালকাঠিতে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৪

ঝালকাঠিতে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৪ ছবি সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্র) সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে থ্রি হুইলার (মাহিন্দ্র) আটজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রর দুজন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আরও দুজন যাত্রীর মৃত্যু হয়। নিহত যাত্রীদের মধ্যে একজন নারী রয়েছেন। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, নিহতদের নলছিটি থানায় ও আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স