Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

৩ শহরের ভোটকেন্দ্র পাহারার আহ্বান ট্রাম্পের

৩ শহরের ভোটকেন্দ্র পাহারার আহ্বান ট্রাম্পের ফাইল ছবি





 
২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটদের আধিপত্যের তিন শহরে ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ ডিসেম্বর রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য তিনি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, ফিলাডেলফিয়াসহ আরও দুই ডেমোক্র্যাটিক আধিপত্যের শহরে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ট্রাম্প এ দিন লোয়ায় দুটি অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত ফলের জন্য ভোটকেন্দ্র পাহারা দেওয়া গুরুত্বপূর্ণ। তিনি মিশিগান, পেনসিলভানিয়া ও জর্জিয়া রাজ্যে তিনটি বড় শহরকে ডেমোক্র্যাটদের দুর্গ হিসেবে উল্লেখ করে সেখানে পাহারার কথা বলেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া গুরুত্বপূর্ণ। আপনাদের ডেট্রয়েটে যাওয়া উচিত, ফিলাডেলফিয়ায় যাওয়া উচিত, আটলান্টায় যাওয়া উচিত।

ট্রাম্প নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান কাদের উদ্দেশে করেছেন, তা নিশ্চিত করে বলা হয়নি। তার নির্বাচনী প্রচারের এক সহযোগী বলেন, তিনি ভোট পর্যবেক্ষক এবং স্বেচ্ছাসেবকদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন। নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে তিনি এ আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালে মার্কিন নির্বাচনে তিনি হেরে যান। এ নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স