রাজধানী গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লিং পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর শনিবার রাত ১১ টা ৭ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালের প্রধান সড়কের ওপর যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়।
পথচারীরা জানান, পদ্মা লিং নামের পরিবহনটি যাত্রীর অপেক্ষায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। গাড়িটির আশপাশে পুলিশ ও সাধারণ মানুষের উপস্থিতির মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটে। গাড়িটি গাবতলী-পাটুয়াটুলী রুটে চলাচল করে। এই মুহূর্তে সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আছেন। তবে আগুন নেভানোর তৎপরতা শুরু হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, তারা খবর পেয়েছেন। তাদের ইউনিট সেখানে গেছে। পরে বিস্তারিত জানাতে পারবেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বলেন, দুর্বৃত্তরা আনুমানিক রাত ১১টার দিকে একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তারা বিষয়টি দেখছেন।
ঠিকানা/এনআই