Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল ছবি সংগৃহীত



 
জিম্বাবুয়ে ও কেনিয়া পারল না, ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল উগান্ডা। এই প্রথম কোনো আইসিসি বিশ্বকাপে আফ্রিকান দেশটি। নামিবিয়ায় ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত রাউন্ডে সাত দলের মধ্যে স্বাগতিক নামিবিয়ার পর উগান্ডাকে নিয়ে চূড়ান্ত হয়ে গেল আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলও।

উগান্ডা গতকাল বুধবার কেনিয়াকে হারানোর পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, জিম্বাবুয়ে ও কেনিয়ার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। ওইদিন উগান্ডার জয় আর অন্য ম্যাচে জিম্বাবুয়ের জয়ের পর সমীকরণটা দাঁড়িয়েছিল এ রকম, উগান্ডার পয়েন্ট ৫ ম্যাচে ৮, কেনিয়া ও জিম্বাবুয়ের ৫ ম্যাচে ৬। শেষ দিনে আজ বৃহস্পতিবার কেনিয়া ও জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল, আর উগান্ডা নেমেছিল রুয়ান্ডার সামনে। সেই রুয়ান্ডা, যারা এবারের বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি। শেষ পর্যন্ত রুয়ান্ডাকে গুঁড়িয়ে উগান্ডা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলল, জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচ হয়ে পড়ে অর্থহীন।

তা উগান্ডাকে নিয়ে ২০ দল যে নিশ্চিত হলো বিশ্বকাপের, সে পথে কোন দল কীভাবে উঠেছে?

প্রথমত, স্বাগতিক হিসেবে দুটি দেশের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশ মিলিয়ে। ফলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে খেলা-না খেলা নিয়ে আর শঙ্কা থাকেনি। 

পরের আটটি জায়গা নিশ্চিত হয়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ যে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ হিসেবে কাজ করেছে।  বাংলাদেশের জন্য সে বিশ্বকাপ অবশ্য প্রাথমিকভাবে শঙ্কা জাগিয়েছিল। কারণ, বিশ্বকাপের সেরা আট দল সরাসরি জায়গা পেত বিশ্বকাপে, বাংলাদেশ সেখানে সেরা আটে জায়গা করে নিতে পারেনি। সেরা আট দল ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

তবে বিশ্বকাপে ব্যর্থতাজনিত শঙ্কার মধ্যেই বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছিল র‍্যাঙ্কিং। স্বাগতিক দুই দল ও গত বিশ্বকাপের আট দলের পর আইসিসি দুটি জায়গা বরাদ্দ রেখেছিল র‍্যাঙ্কিংয়ে এরপরের সেরা দুই দলের জন্য। সে সুযোগে বাংলাদেশ ও আফগানিস্তান পেয়ে যায় বিশ্বকাপের টিকিট।

বাকি রইল আটটি জায়গা, সে জন্য অবশ্য দলগুলোকে লড়াই করতে হয়েছে। পাঁচটি অঞ্চলের বাছাইপর্বের মধ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে মোট আটটি দল গেছে বিশ্বকাপে। সেই আট দল কোনগুলো?

গত জুলাইয়ে স্কটল্যান্ডে হয়ে যাওয়া ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব হয়েছে গত জুলাইয়ে। পাপুয়া নিউগিনিতে অনুষ্ঠিত সে বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি।

আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। সেখান থেকে একটি দল যাওয়ার কথা ছিল, সে দলটি কানাডা।

নেপালে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে এই মাসের শুরুর দিকে। সেই বাছাইপর্ব থেকে সেরা দুই দল নেপাল ও ওমান জায়গা পেয়েছে বিশ্বকাপে।

বাকি ছিল আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। নামিবিয়ায় আজ বৃহস্পতিবারই শেষ হওয়া সে বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া দুই দলের নাম নামিবিয়া ও উগান্ডা।

একনজরে ২০ দল

যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া ও উগান্ডা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স