ফিফা র্যাঙ্কিংয়ে আবার অবনতি হয়েছে ব্রাজিলের। র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান থেকে পঞ্চমে চলে গিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। ব্রাজিলের অবনমন ঘটলেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের।
সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলের। একের পর এক ইনজুরি এবং মাঠের পারফরম্যান্সের হতাশা গ্রাস করেছে দলটিকে। ব্রাজিলের অবস্থা এতটাই খারাপ যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী বিশ্ব আসরে জায়গা পাওয়াই এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখন ব্রাজিলের অবস্থান ষষ্ঠ। বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নরা, জয় দুটিতে। মাঠে এমন পারফরম্যান্সের পর ফিফার পক্ষ থেকেও দুঃসংবাদ পেয়েছে দলটি।
ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে চলে গিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের অবনমনের দিনে সুসংবাদ পেয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। তিন দলই এগিয়েছে এক ধাপ করে।
ফিফার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, চতুর্থ অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠেছে জুড বেলিংহামের ইংল্যান্ড। সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠেছে নেদারল্যান্ডস। আর বেলজিয়াম পঞ্চম থেকে হয়েছে চতুর্থ।
বিশ্বকাপ থেকেই সুসময় চলছে আর্জেন্টিনার। লিওনেল মেসির দল ধারাবাহিকতা দেখাচ্ছে বিশ্বকাপ বাছাইয়েও। সে কারণে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ধরে রেখেছে আর্জেন্টাইনরা। ফ্রান্সও ধরে রেখেছে তাদের দ্বিতীয় অবস্থান।
র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত আছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়ার অবস্থান। এই তিন দলের র্যাঙ্কিং যথাক্রমে অষ্টম, নবম ও দশম।
ঠিকানা/এনআই