Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মাসব্যাপী হরতাল-অবরোধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর্থিক খাত

মাসব্যাপী হরতাল-অবরোধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর্থিক খাত ফাইল ছবি
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে প্রথমে ২৯ অক্টোবর হরতাল  এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর আবার ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফা, ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফা এবং ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। আবারও বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। ২৯ নভেম্বর বুধবার ভোর ছয়টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত অষ্টম ধাপে ২৪ ঘণ্টার অবরোধ এবং ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি-জামায়াতসহ রাজপথে থাকা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা হরতাল-অবরোধে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি দেশের আর্থিক খাত। এতে সারা দেশে বিভিন্ন পরিবহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এক মাসে ২১৮টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে ২১০টি পরিবহন ও আটটি স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। চলমান আন্দোলনে গড়ে সাতটি পরিবহনে আগুন দেওয়া হয়।
চলমান হরতাল-অবরোধে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। করোনার অভিঘাত, রাশিয়া-ইউক্রেন সংঘাত, দেশে ডলার সংকটের পর এবার রাজনৈতিক হরতাল-অবরোধে দেশের আর্থিক খাত এক কঠিন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পণ্যের বাজারের আগুনে দগ্ধ হচ্ছে ভোক্তাসাধারণ। চওড়া মূল্য হাঁকছেন বিক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারির ধকল সামলে ওঠার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এমনিতেই দেশের অর্থনীতির অবস্থা ভালো যাচ্ছে না। তার ওপর রাজনৈতিক অস্থিতিশীলতাকে কেন্দ্র করে হরতাল-অবরোধ শুরু হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতিকর। ব্যবসা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সূত্রে জানা যায়, হরতাল কিংবা অবরোধে দেশে এক দিনে সাড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীরা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চান না। দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোকÑএটিই তাদের দাবি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেকোনো সরকার ক্ষমতায় আসুক। হরতাল কিংবা অবরোধে দিনে সাড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি হয়। সুতরাং আমরা চাই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা। আমরা হরতাল কিংবা অবরোধ চাই না। হরতাল কিংবা অবরোধ অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে আমরা খুবই উদ্বিগ্ন। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কবে আসবে, তা জানে না সাধারণ মানুষ। হরতাল-অবরোধ ডাকলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে, অত্যন্ত ঝুঁকি নিয়েই গণপরিবহনে যাতায়াত করেন যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সমঝোতা দরকার। সমঝোতা না হলে সামনে আরও বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশ।

কমেন্ট বক্স