মমিনুলের বলে স্লিপে শান্তর দারুণ ক্যাচ, কেন উইলিয়ামসনের রেকর্ডছোঁয়া সেঞ্চুরি আর ৭ বলের ব্যবধানে তাইজুলের দুই উইকেট শিকারের মধ্য দিয়ে শেষ হলো সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দিন শেষে স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ শিকার করতে সমর্থ হয়েছে ৮ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে কিউইদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান।
আগামীকাল বৃহস্পতিবার কাইল জেমিসনের সঙ্গে অধিনায়ক টিম সাউদি ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের তাইজুল ইসলাম এদিন শিকার করেন চার উইকেট। শেষ সেশনে কিউইরা সংগ্রহ করে ৯৮ রান। বাংলাদেশ তুলে নেয় চার উইকেট।
শেষ সেশনে বাংলাদেশকে খুশির উপলক্ষ এনে দেন নাইম ইসলাম। ৬ রান করা কিউই কিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেলের উইকেট তুলে নেন। এরপর ৭৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস। সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুমিনুল হক। ৭৫তম ওভারের শেষ বলটি ফিলিপসের ব্যাটের কানায় লেগে কিপারকে ফাঁকি দিলেও স্লিপে থাকা শান্ত দারুণভাবে লুফে নেন। এক ছক্কা ও পাঁচ চারে ৬২ বলে ৪২ রান করেন ফিলিপস।
পরের ওভারে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরির দেখা পান কেন উইলিয়ামসন। এই সেঞ্চুরির সুবাদে ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির পাশে বসেন উইলিয়ামসন। ১৬৫ ইনিংসে এ কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের বিপক্ষে এটি উইলিয়ামসনের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডে ও বাংলাদেশের মাটিতে দুবার করে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি। অথচ এদিন ৬৩ রানে উইলিয়ামসনকে ফেরাতে পারত বাংলাদেশ। কিন্তু কিউই তারকার সহজ ক্যাচ ছাড়েন তাইজুল ইসলাম।
৮০ ওভার শেষ হলে নতুন বল নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। পঞ্চম বলেই সফলতা দেখা দেয়। তাইজুলের ফ্লাইটেড ডেলিভারি স্কিট করে ব্যাট-প্যাডের ফাঁক গলে খুঁজে নেয় স্টাম্পের ঠিকানা। ২০৫ বলে ১১ চারে ১০৪ রান করা উইলিয়ামসন ফেরেন সেই বলে। ক্যাচ ছাড়ার মাশুল দেন তাইজুল।
নিজের পরের ওভারেই ইশ সোধিকে নিজের চতুর্থ উইকেটে পরিণত করেন তাইজুল। এরপর আর এক ওভার খেলা হতেই আলোর স্বল্পতা দেখা দেয়। তাতেই দিনের ইতি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে নেন আম্পায়াররা।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
