Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা 

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা 



 
থাইল্যান্ডে বিয়ের আসরে স্ত্রী এবং আরো তিন জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ঐ ব্যক্তি একজন প্যারা-অ্যাথলেট এবং দেশটির সাবেক সেনাসদস্য। 
 
জানা যায়, শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে ২৯ বছর বয়সি চাতুরং সুকসুক এবং ৪৪ বছরের কাঞ্চনা পাচুনথুয়েকের বিয়ে হয়। বিয়ের পর হঠাত্ করেই সেখান থেকে চলে যান কাঞ্চনা। এরপর হাতে একটি বন্দুক নিয়ে বিয়ের আসরে ফিরে আসেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি তার স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। ঐ ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ার সময় আরো দুই অতিথি গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হলে এক জনের মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, সে সময় কাঞ্চনা পাচুনথুয়েক কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, তা পরিষ্কার নয়। গত বছরই তিনি বৈধভাবে একটি বন্দুক কিনেছিলেন এবং সেটা দিয়েই তিনি চার জনকে গুলি করে হত্যা করেছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স