Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ডিসেম্বরে বিয়ে করছেন অবন্তী সিঁথি

ডিসেম্বরে বিয়ে করছেন অবন্তী সিঁথি ছবি সংগৃহীত



 
সুসংবাদ দিলেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। শিগগির ছাদনাতলায় যাচ্ছেন শিসকন্যা খ্যাত এই গায়িকা। হবু বরের নাম অমিত দে। অমিত লন্ডনপ্রবাসী, অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হবে।

অবন্তী জানালেন, গান করতে গিয়ে ৭-৮ মাস আগে অমিতের সঙ্গে তার পরিচয়। লন্ডনে থাকলেও দেশের বাড়ি সিলেটে। সিঁথি বললেন, বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে-পূর্ব যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছে। আশীর্বাদ ইতিমধ্যে হয়ে গেছে।

২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি। ২০১২ সালে আবারও নাম লেখান এই প্রতিযোগিতায়। সেরা দশে জায়গা করে নেন ওই বছর। তবে সামাজিকমাধ্যমে ভাইরাল হন খালি গলায় তার গাওয়া কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গেয়ে। নজর কাড়েন গান গাইতে গাইতে ফয়েল পেপার, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স