Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


রোনালদো ম্যাজিকে আল নাসেরের জয়

রোনালদো ম্যাজিকে আল নাসেরের জয় ছবি : সংগৃহীত



 
সউদী প্রো লীগে  আল নাসেরের জার্সিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। আল আওয়াল পার্ক স্টেডিয়ামে শুক্রবার সউদী প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসের ও আল ওখদুদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আল-নাসের।জোড়া গোল করে দলের জয়েন নায়ক রোনালদো। এছাড়া অন্য গোলটি গোল করেন সামি আল-নাজি। 

ম্যাচের ১৩ মিনিটে সামি আল-নাজি গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে ৭৭ ও ৮০ মিনিটে জোড়া গোলের ম্যাজিক দেখান রোনালদো। সামির গোলে সহায়তা করেছেন ডিফেন্ডার সুলতান আল-ঘানাম। এদিকে ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেছেন। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। 

মূলত আল-নাসেরের আক্রমণের সময়ে প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে কিছুটা উপরে উঠে আসেন। আর সেই সুযোগে মাথার ওপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।  এর তিন মিনিট পরেই আবারও গোলের দেখা পেয়ে যান রোনালদো। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসের।



ঠিকানা/এম

কমেন্ট বক্স