Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি

শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি



 
গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হামাসের শর্ত মেনে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। ২৪ নভেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর আতওায় প্রথম ধাপে চার দিনের বিরতি কার্যকর করা হবে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেবে হামাস। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিন হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম মুক্তি দেওয়া হবে। এভাবে করে চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি এতে আর কোনো বিলম্ব দেখতে পাব না। আমি মনে করি আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে সবকিছু ঠিক আছে। 
কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ চুক্তি অনুযায়ী রেড ক্রস জিম্মিদের পরিদর্শন করবে ।

এর অর্থ মানবিক সাহায্য, চিকিৎসা এবং জ্বালানি সরবরাহ বহনকারী শত শত ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে, যখন ইসরায়েল দক্ষিণ গাজার ওপর দিয়ে সমস্ত বিমান মিশন বন্ধ করে দেবে এবং উত্তরে দৈনিক ছয় ঘণ্টা দিনের সময় নো-ফ্লাই উইন্ডো বজায় রাখবে।

আল আনসারি বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গাজায় মানবিক সহায়তাও প্রবাহিত হবে। তিনি যোগ করেন, যেটুকু সাহায্য প্রয়োজন তার ‘একটি ভগ্নাংশ’ পাওয়া গেছে ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স