Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

নাটকীয় শেষ ওভারে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

নাটকীয় শেষ ওভারে অস্ট্রেলিয়াকে হারাল ভারত ছবি সংগৃহীত





 
দেড় মাসের বিশ্বকাপ রেশ শেষে ওয়ানডে ছেড়ে টি-টোয়েন্টিতে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশাখাপট্টনামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পারল সূর্যকুমারের ভারত। অধিনায়কত্বের অভিষেকেই টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান। জশ ইংলিসের দ্রুততম সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে বোর্ডে ২০৮ রান জড়ো করে অস্ট্রেলিয়া। নাটকীয়তাপূর্ণ শেষ ওভারের শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। কিন্তু বলটি নো হওয়ায় লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে দারুণ এক কীর্তি গড়েন জশ ইংলিস। মাত্র ৪৭ বলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। তাতে দেশটির হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করার তালিকায় পাশে বসলেন অ্যারন ফিঞ্চের। সেঞ্চুরির পর ৫০ বলে ১১০ রান করে আউট হন তিনি। ইনিংস সাজানো ১১টি চার ও ৮টি ছয়ে।

২০১৩ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অজি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ফিঞ্চ। ১০ বছর পর তাতে ভাগ বসালেন ইংলিস। এ ছাড়া স্টিভেন স্মিথ ৪১ বলে ৫২ ও টিম ডেভিড ১৯ রান করেন। প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণুই একটি করে উইকেট পান।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। ‘ডায়মন্ড ডাক’-নিয়ে মাঠ ছাড়েন ঋতুরাজ গায়কোয়াড। প্রথম ওভারের পঞ্চম বলে রান আউট হলে কোনো বল না খেলেই শূন্য রানে ফেরেন ঋতুরাজ। ভারতের ইতিহাসে জাসপ্রিত বুমরা ও অমিত মিশ্রর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘ডায়মন্ড ডাক’ পেলেন তিনি। ৮ বলে ২১ রান করে ফেরেন জসওয়ালও। তবে তৃতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েন ঈশান কিশান ও অধিনায়ক সূর্যকুমার। কিশানের উইলো থেকে আসে ৩৯ বলে ৫৮ রান।

পঞ্চম উইকেটে রিংকু সিংকে নিয়ে ঝোড়ো ১৭ বলে ৪০ রানের আরও একটি জুটি গড়ে ভারতকে জয়ের কাছে নিয়ে যান সূর্য। ৪২ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন ভারতের অধিনায়ক। রিংকু অপরাজিত থাকেন ১৪ বলে ২২ রান করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স