Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

দিল্লিতে ৯০ বিদেশি দূতের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব

দিল্লিতে ৯০ বিদেশি দূতের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব ছবি সংগৃহীত



 
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু দূতাবাস নেই এমন ৯০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের অবহিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রসচিব ২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক আনুষ্ঠানিক সভায় (এফওসি–ফরেন অফিস কনসালটেশন) যোগ দিতে মাসুদ বিন মোমেন ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন।

ভারতের সঙ্গে এফওসির পাশাপাশি ৯০ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকটির আয়োজন করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন।

জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ উপায়ে করতে সরকারের অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির নানা দিক বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন বলে জানান মাসুদ বিন মোমেন।

ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের আসা নিয়ে সেই দেশগুলোর কূটনীতিকদের অনেক প্রশ্ন থাকতে পারে, সে বিষয়ে তাদের অবহিত করা হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে ৯০ দেশের রাষ্ট্রদূতদের অবহিত করে তাদের সমর্থন চাওয়া হবে বলে জানান পররাষ্ট্রসচিব।

ভারতের সঙ্গে এফওসিতে রাজনৈতিক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, অভিন্ন নদী, কনস্যুলার, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসবে বলেও তিনি জানান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স