Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

কুইন্স সৈকতে পাওয়া গেল চলচ্চিত্র নির্মাতার মরদেহ

কুইন্স সৈকতে পাওয়া গেল চলচ্চিত্র নির্মাতার মরদেহ ছবি সংগৃহীত
নামজাদা ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রস ম্যাকডোনেলের মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। রস এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।

৫৪ বছর বয়সী এই নির্মাতাকে সর্বশেষ গত ৪ নভেম্বর কুইন্স সৈকতে দেখা গিয়েছিল। তার মরদেহটি সেখান থেকেই উদ্ধার করেছে পুলিশ।

রসের ডিএনএ পরীক্ষার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় নিশ্চিত করে। কারণ তার শরীর স্বাভাবিক অবস্থায় ছিল না। গত ৭ নভেম্বর রসের লক করা বাইকটি বিচের পাশে পাওয়া যায়। সেটি ধরেই তদন্ত চালায় পুলিশ।

রসের কাজ বরাবরই প্রশংসিত হয়েছে। ২০২১ সালে ‘দ্য ট্রেড’ সিরিজের জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হন তিনি। তার প্রথম ফিচার ছবি ‘কলোনি’, যা টরন্টো চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল এবং আইডিএফএ পুরস্কার পায়।

২০১৮ সালে রস তার পরিচালিত ‘এলিয়ান’ ছবির জন্য এমিতে মনোনীত হন। এ ছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স