বিএনপির দুই দিনের হরতালে এখন পর্যন্ত ১৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ২০ নভেম্বর সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই গাড়িগুলোতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস বলছে, গত রোববার ও আজ সোমবার দুই দিনের হরতালে সারা দেশে ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে ৭টি, চট্টগ্রাম বিভাগে ৪টি এবং ময়মনসিংহ বিভাগে ১টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি ও ১টি ট্রেনের তিনটি বগি পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে মোট ১৯৫টি অগ্নিকাণ্ড হয়েছে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
বিএনপি এই তফসিল প্রত্যাখান করে রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে। মঙ্গলবার ভোর ছয়টায় শেষ হবে এ কর্মসূচি। কর্মসূচি শেষ হওয়ার আগ মুহূর্তে নতুন করে আগামী বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতার পর পুলিশের বিরুদ্ধে সমাবেশ পণ্ড করার অভিযোগ এনে ২৯ অক্টোবর থেকে প্রায় ধারাবাহিকভাবেই অবরোধ কর্মসূচি পালন করে আসছিল দলটি।
ঠিকানা/এনআই