আজ ২০ নভেম্বর (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ধার্য ছিল। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়ে ২২ নভেম্বর ধার্য করেছেন আদালত। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
২০ নভেম্বর (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ধার্য ছিল। এসময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য জামিন শুনানি পেছাতে সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ফখরুলের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন, এবং বিচারকের কাছে এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান।
পরে ২২ নভেম্বর শুনানির তারিখ দার্য করেন আদালত।
পুলিশের বাধায় বিএনপির পণ্ড হয়ে যাওয়া মহাসমাবেশের পরদিন ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। সেদিন তাঁর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন সেদিন আদালতকে বলেছিলেন, বিএনপির মহাসচিব অসুস্থ। রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।
ঠিকানা/এসআর