Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বিএনপি নির্বাচন করতে চাইলে অবশ্যই সহায়তা করব : ইসি আলমগীর

বিএনপি নির্বাচন করতে চাইলে অবশ্যই সহায়তা করব : ইসি আলমগীর ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন; তাহলে অবশ্যই করব। তবে, রাজনৈতিক দলকে কন্ট্রোলের দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের বিষয়ে আমাদের কিছু করার নেই। 

১৯ নভেম্বর (রোববার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগে এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দলের ‘ভোটের পরিবেশ নেই’ বলে অভিযোগ রয়েছে প্রসঙ্গে জানতে চাইলে জবাবে ইসি আলমগীর বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।’

ঠিকানা/এম

কমেন্ট বক্স