Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বাস পোড়ার দৃশ্য দেখে জ্ঞান হারালেন মালিক

বাস পোড়ার দৃশ্য দেখে জ্ঞান হারালেন মালিক ছবি সংগৃহীত
গাজীপুরের শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন।

১৯ নভেম্বর রোববার দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় শিববাড়ি-জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায়। বর্তমানে শহীদ বরকত সরণি এলাকায় দেলু সপরিবারে ভাড়ায় থাকেন। সেখানে থেকে দেলু তুরাগ পরিবহনের নামে তার গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান। তিনিই গাড়ির মালিক, তিনিই চালক। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে বাসটি বরকত সরণির সড়কের পাশে পুকুরপাড়ে রাখেন। প্রতিদিনের মতো শনিবার রাতে একই স্থানে গাড়িটি রেখে বাড়িতে যান। রোববার দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পাশের পুকুরের পানি দিয়ে আগুন নেভায়।

সাগর আরও জানান, দেলু তার শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কিনেছেন। এ জন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। কিন্তু গাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে গাড়ির কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এখন দেলু কীভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবেন—এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা।

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ বরকত সরণির সড়কের পাশে পুকুরপাড়ে দাঁড় করানো বাসে অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তারা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছে, তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স