রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।
আজ ১৯ নভেম্বর (রবিবার) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সাক্ষাতের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মশিউর রহমান রাঙ্গা বলেন, রওশন এরশাদ রাষ্ট্রপতিকে বলেছেন-সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবার সঙ্গে সংলাপের ব্যবস্থা করা যায় কিনা রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিল পরিবর্তন করা যায় কিনা, সেই অনুরোধও করেছেন তিনি।
এ সময় সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) রওশন এরশাদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তার সেই চিঠি বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট থেকে নির্বাচনে অংশ  নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় 
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
