Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী

ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন এই অভিনেত্রী



 
চলতি বছরই চলচ্চিত্রে অভিষেক করেছেন ঋদ্ধি ডোগরা। আর অভিষেকের পরেই বাজিমাত করেছেন। পর পর দুই সিনেমা সুপারহিট হওয়ার পথে। তার অভিনীত দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ কোটি রুপি! 

ঋদ্ধি ডোগরা টিভিতে পরিচিত মুখ, করেছেন ওয়েব সিরিজও। তবে চলচ্চিত্রে অভিষেক চলতি বছর। চলতি বছর ‘অসুর টু’ ওয়েব সিরিজ আর সিনেমা ‘জওয়ান’ ও ‘টাইগার থ্রি’ দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ‘জওয়ান’–এ শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন সবাইকে। 

মুক্তির পর ‘টাইগার থ্রি’ সিনেমাও ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সব মিলিয়ে চলতি বছর তার দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ কোটি রুপির বেশি! এই রেকর্ড নেই আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফেরও। পর পর দুই বড় সিনেমার অংশ হয়ে গর্বিত ঋদ্ধি।

চলতি বছর পাওয়া এমন সাফল্য আরও আশাবাদী করে তুলছে তাকে। ঋদ্ধি বলেন, এ কথা আমি জোর দিয়েই বলছি, আমি যে কোনো চরিত্র সুন্দর করে মেলে ধরতে পারি। কারণ আমি পরিচালকের বাধ্য অভিনেত্রী। আমি আমার অভিনীত চরিত্রটিকে নিয়ে প্রচুর পড়াশোনা করি। আর এমন কোনো চরিত্র নেই যে যাতে আমি অভিনয় করতে পারব না। আমাকে যা দেবেন, তা আমি করে দেখাব।


ঠিকানা/এম

কমেন্ট বক্স