Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভিডিওতে দেখলাম আমি বসে গান গাইছি : মোদি

ভিডিওতে দেখলাম আমি বসে গান গাইছি : মোদি ছবি : সংগৃহীত
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বর্তমান সময়ে বড় বড় তারকাদের ভুয়া ভিডিও বানানো হচ্ছে। এগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। যার ফলে বিভ্রান্তিতে পড়ছে মানুষ। এবার তেমনই নকল ভিডিও বানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ১৭ নভেম্বর (শুক্রবার) এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘ভিডিওতে দেখলাম আমি বসে গান গাইছি। ‘গরবা’ (গুজরাটি ডান্স) করছি।

তিনি বলেন, স্কুলের পর আমি কোনো দিন গরবা করিনি। কেউ আমার ডিপফেক ভিডিও তৈরি করেছে। এটি বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। সমস্যা হলো, সাধারণ মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যে, তারা আসল কিংবা নকলের তফাৎ করতে পারেন। ডিপফেক ভিডিও, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। এব্যাপারে সংবাদমাধ্যমকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে কার্যত তুলকালাম শুরু হয়েছে। চর্চায় এসেছে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কাজলেরও ভুয়া ভিডিও। কিন্তু এবার সরাসরি নরেন্দ্র মোদিকে নিয়ে ভুয়া ভিডিও তৈরি হওয়ায় বিষয়টি সম্পূর্ণ অন্য মাত্রা পেল।


ঠিকানা/এম

কমেন্ট বক্স