Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


গ্রেফতার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজির

গ্রেফতার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজির ছবি সংগৃহীত



 
রাজধানীর গুলশানে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। তবে তাকে গ্রেফতার না করেই অভিযান সমাপ্ত করেছে র‍্যাব। র‍্যাব বলছে, নিজেকে আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।

১৬ নভেম্বর বৃহস্পতিবার রাত নয়টার দিকে র‍্যাব-১ এর একটি দল গুলশান ২ এর ১১১ নম্বর রোডের ওই বাসায় অভিযান চালায়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার অল মঈন।

কমান্ডার মঈন বলেন, আদম তমিজি হকের বাসায় আমরা অভিযান চালিয়েছি। অভিযানের মুখে গ্রেফতার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজি। এমনকি নিজের স্ত্রীকেও হত্যার হুমকি দিয়েছেন। পাশাপাশি আমরা অভিযানে গিয়ে দেখেছি একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন। তিনি তার বন্ধু বলে জেনেছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেফতার করিনি। তবে বাড়িটি ঘিরে র‍্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স