বলিউডে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কী জান’ সিনেমাটি। ২১ এপ্রিল ছবিটি বড়পর্দায় মুক্তি পায়। ফরহাদ সামজী পরিচালিত এই ছবিতে সালমান আর পূজা হেগড়ে জুটি বেঁধেছেন। এছাড়া পাঞ্জাবি কন্যা শেহনাজ গিল ‘কিসি কা ভাই কিসি কী জান’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। তার অভিষেককে ঘিরে চর্চা তুঙ্গে। শেহনাজের অভিষেকের অপেক্ষায় অনেক দিন ধরেই তার ভক্তরা দিন গুনেছেন।
অবশেষে পর্দায় অভিষেক হলো তার। সালমানের সঙ্গে তার বিশেষ ‘রসায়ন’ সব সময় ধরা পড়ে। শেহনাজ বিগ বস ১৩-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। খুব কম প্রতিযোগীই আছেন যারা শেহনাজ গিলের মতো ভালোবাসা অর্জন করেছেন। সেই থেকে শোর হোস্ট ভাইজানের সঙ্গেও খুব কাছের সম্পর্ক তার। শেহনাজ তার অভিষেক ছবির জন্য ৫০ থেকে ৫৫ লাখ রুপিও নিয়েছেন বলে জানা যায়। এদিকে এরই মধ্যে সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছে।
ঠিকানা/এম