রাজধানীর খিলক্ষেতে মারধরের পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা হলেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
১৩ নভেম্বর সোমবার রাতে খিলক্ষেতের কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে টহল দেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাই নাকি অন্য কোনো নাশকতা, তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি।
এদিকে ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, মফিজুল ইসলাম আজ রাতে ডিউটি শেষ করে থানার দিকে আসার সময় কুড়াতলী নামক স্থানে অজ্ঞাত ৫-৬ জন ব্যক্তি তাকে মারধর করে। এরপর ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। প্রাথমিকভাবে এটিকে ছিনতাই মনে হচ্ছে না। অন্য কোনো নাশকতাও হতে পারে। আমরা তদন্ত করছি।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
