Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

সিটি-চেলসির ৮ গোলের রোমাঞ্চকর লড়াই

সিটি-চেলসির ৮ গোলের রোমাঞ্চকর লড়াই বল দখলের লড়াইয়ে সিটি-চেলসির ফুটবলররা। ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রুদ্ধশ্বাস লড়াইয়ে অমিমাংসিত ভাবে শেষ হয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচ। স্ট্যামফোর্ড ব্রিজে গোলের জবাব গোল দিয়েই দিয়েছে প্রতিপক্ষ। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ২-২ ব্যবধানে ড্র করেছে ব্লুজ-সিটিজেনরা। নাটকীয়তায় ঠাসা ম্যাচটি শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র করেছে চেলসি ও ম্যানসিটি।

১২ নভেম্বর ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বর্তমান প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে থেকেও ৪-৪ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান ম্যানসিটি থেকে লোনে আসা ইংলিশ স্ট্রাইকার কোলে পালমার।

নিজেদের মাঠে প্রথমেই পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ২৫ মিনিটে প্রথমবার এগিয়ে যায় ম্যানসিটি। পেনাল্টি থেকে সিটিজেনদের উল্লাসে ভাসান নরওয়েজিয়ান গোলমেশিন আলিং হালান্ড। তবে সমতায় ফিরতে সময় নেয়নি চেলসি। ২৯ মিনিটে দুর্দান্ত গোলে স্টামফোর্ড ব্রিজকে আনন্দে মাতান ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। ৩৭ মিনিটে ২-১ ব্যবধানে স্বাগতিকদের এগিয়ে নেন সাবেক ম্যানসিটি তারকা রাহেম স্টারলিং। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বর্তমান শিরোপাধারীদের সমতায় ফেরান সিটি ডিফেন্ডার আকানজি।

বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় ও সিটির হয়ে তৃতীয় গোল করেন হালান্ড। ম্যাচের ৬৭ মিনিটে আবারও সমতায় ফিরে আসে চেলসি। আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান নিকো জ্যাকসন ম্যাচের স্কোরশিট ৩-৩ করেন। ৮৭ মিনিটে হলান্ডের ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। অনেকেই ভেবেছিলেন জয় নিয়ে মাঠ ছাড়েবে পেপ গার্দিওলার শিষ্যরা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিট স্পটকিক থেকে চেলসিকে সমতায় ফেরান ম্যানসিটি একাডেমি থেকে উঠে আসা পালমার। তাতেই স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

এই ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ সিটিজেনদের। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে চেলসি। দিনের আরেক ম্যাচে মোহাম্মাদ সালাহ’র জোড়া গোলে ব্রাইটনকে ৩-০ গোলে হারানো লিভারপুল ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স