Thikana News
০২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার ডোয়ামেনা

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার ডোয়ামেনা ছবি সংগৃহীত
আলবেনিয়ার লিগ চলাকালীন খেলার মাঠেই প্রাণ হারালেন ঘানার স্ট্রাইকার রাফায়েল ডোয়ামেনা। আলবেনিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো তথ্যমতে, ১১ নভেম্বর শনিবার এগনাটিয়া ও পার্টিজানি ক্লাবের মধ্যকার লিগের ম্যাচ চলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন তিনি। প্যারামেডিকস দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী ডোয়ামেনা। ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তবে সে যাত্রায় সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনায় আলবেনিয়ান লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ডোয়ামেনার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ফেডারেশন, ‘খবরটি আলবেনিয়ার ফুটবল সম্প্রদায়কে হতবাক করে দিয়েছে। বিশাল এই ক্ষতিতে ডোয়ামেনার পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স