মৌসুম এখনও শেষ হয়নি। তবে আল নাসরের কিছুই না জেতার বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। সৌদি প্রো লিগে দ্বিতীয় অবস্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা দলের চেয়ে সমান ২৪ ম্যাচ শেষে পিছিয়ে ছয় পয়েন্টে।
ওদিকে সৌদি কিং কাপ অব চ্যাম্পিয়ন্স থেকে সেমিফাইনালে বিদায় নিয়েছে আল নাসর। সৌদি সুপার কাপ শেষ হয়েছে। হতাশার মৌসুম কাটানোর দায় নিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট মুসাইলি আল মুয়াম্মার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ মাধ্যম সৌদি গেজেত্তা এমনই দাবি করেছে। অথচ তিনিই সাফল্যের নিশ্চয়তা দিয়ে দুইশ’ মিলিয়ন ডলার বেতনে চুক্তি বাতিল জনিত কারণে ফ্রি এজেন্টে হয়ে পড়া পর্তুগিজ তারকা রোনালদোকে সৌদি লিগে এনেছিলেন।
সংবাদ মাধ্যমের মতে, মুয়াম্মার নিয়ম অনুযায়ী সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং আল নাসরের বর্তমান পরিচালকদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগ করতে পারে ক্লাবটি।
রোনালদো প্রো লিগে যোগ দিয়ে শুরুর দিকে কিছু কিছু ম্যাচে ঝলক দেখালেও এখন হতাশ করছেন ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তদের। দুই সেমিফাইনালে হারের সাক্ষী হয়েছেন সিআরসেভেন। লিগে চলতি মৌসুমে তিন হার ও পাঁচ ম্যাচে ড্র করেছে আল নাসর। একটি হার ও চার ড্র হয়েছে রোনালদো আসার পর।
শুধু ফলাফল হতাশার নয় রোনালদোর আচরণও হতাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তদের। সতীর্থদের ওপর মাঠে চিৎকার করে, প্রতিপক্ষকে রেসলিং স্টাইলে ফাইল করে, অশোভন ইঙ্গিত করে এবং প্রতিপক্ষের ফুটবলারের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। তার কারণে আল নাসরের কোচ চাকরি হারিয়েছেন। এবার সরে গেলেন ক্লাবের সভাপতি।
ঠিকানা/এসআর