Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এ আর রহমানকে ক্ষমা চাইতে বললেন অরুনা বিশ্বাস

এ আর রহমানকে ক্ষমা চাইতে বললেন অরুনা বিশ্বাস
কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গান নিয়ে এ আর রহমানের ওপর ক্ষুব্ধ অগণতি বাঙালি শ্রোতা-ভক্তরা। কারণ গানটিকে নতুনভাবে তৈরি করেছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের ঘটনা অবলম্বনে ‘পিপ্পা’ সিনেমাতে এই গানটিকেই ব্যবহার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও গানটির কমেন্ট বক্সে নেটিজেনদের অধিকাংশই নেতিবাচক মন্তব্য করছেন। বাঙালিরা এই গানটিকে যেভাবে শুনে আসছে সেটার সঙ্গে এটার কোনো মিল খুঁজে পাননি তারা। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন এ আর রহমান।
এবার নেটিজেনদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এ আর রহমানকে নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্রাভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাস।

১০ নভেম্বর (শুক্রবার) নিজের ফেসবুক পেজে অরুণা বিশ্বাস লেখেন, ‘এ আর রহমান আপনি ক্ষমা চাইবেন সমগ্র বাঙালীর কাছে। বৃটিশ বিরোধী আন্দোলনে যে গান বাঙালীকে আন্দোলিত করেছিল সে গানের অমর্যাদায় আপনি ক্ষমাহীন।’

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গানগুলোর মধ্যে অন্যতম ‘কারার ওই লৌহ কপাট’। যে গানটি শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই গানটি সিনেমার জন্য নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান, তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস ও শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স