নিজের প্রথম বিশ্বকাপ খেলছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচীন রাবীন্দ্র। টুর্নামেন্টটি তিনি রাঙাচ্ছেন স্বপ্নের মতো করেই। মাত্র ২৩ বছর বয়সেই যেন অভিজ্ঞতার সব ঝুলি তার কাছে। ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ফর্মে রাচীন। ব্যাট হাতে গড়ছেন একের পর কৃতিত্ব। অথচ বিশ্বকাপের আগেও মূলত বোলার হিসেবে কিউই দলে ছিলেন রাচীন।শ্রীলংকার বিপক্ষে জয়ের আগে পাকিস্তানের বিপক্ষে হারে নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচেও সেঞ্চুরি পান রাচীন। শুধু পাকিস্তান নয়, গত মাসে একের পর এক মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখিয়ে এই অলরাউন্ডার জিতে নিয়েছেন আইসিসির অক্টোবর মাসের সেরার পুরস্কার।
দিনকয়েক আগেই গত অক্টোবরের সেরা খোলয়াড়ের জন্য নমিনেশন দিয়েছিল আইসিসি। রাচীনের সঙ্গে আরও দুজন মনোনোয়ন পেয়েছিলেন। তার মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, আরেকজন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ।
চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচেই অসাধারণ সেঞ্চুরি তুলে নেন রাচীন। অস্ট্রেলিয়ার রান পাহাড় নিউজিল্যান্ড প্রায় টপকে গিয়েছিল রাচীনের শতকের ওপর ভর করেই। চলমান বিশ্বকাপে এখনো পর্যন্ত ৩টি শতক হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। রয়েছে দুইটি অর্ধশতকের ইনিংসও। সবমিলিয়ে বিশ্বকাপে এখনো পর্যন্ত তার মোট রানের সংখ্যা ৫৬৫।
ঠিকানা/এম